চারঘাটের নদ-নদী, ১ম পর্বঃ গঙ্গা/পদ্মা নদী (Ganges/Padma River)
ব্লগ লিখেছেনঃ মোঃ আরিফুল ইসলাম অভি #নিরিবিলি পদ্মাঃ উৎসঃ হিমালয়ের গাঙ্গেত্রী উপত্যকা মোহনাঃ বঙ্গোপসাগর হিমালয়ের গাঙ্গেত্রী উপত্যকা থেকে জন্ম নিয়ে গঙ্গা হরিদ্বারের নিকট এসে সমতল স্পর্স করেছে। আসলে গাঙ্গেত্রী উপত্যকা থেকে বয়ে আসা জলধারা/নদীটি ভাগীরথী নামে পরিচিত। এটিকে গঙ্গার উৎপত্তি স্থল বলা হলেও মূল গঙ্গার জন্ম মূলত ভাগীরথী আর আলকানন্দা নদীর সঙ্গমস্থল থেকে। এখানে আলকান্দা ভাগীরথীর চেয়ে অনেক বড় নদী। অলকানন্দার উৎসস্থল নন্দাদেবী, ত্রিশূল ও কামেট শৃঙ্গের বরফগলা জল। গঙ্গার জলের উৎস অনেকগুলি ছোট নদী। এর মধ্যে ছটি দীর্ঘতম ধারা এবং গঙ্গার সঙ্গে তাদের সঙ্গমস্থলগুলিকে হিন্দুরা পবিত্র মনে করে। এই ছটি ধারা হল অালকানন্দা, ধৌলীগঙ্গা, নন্দাকিনী, পিণ্ডার, মান্দাকিনী ও ভাগীরথী । পঞ্চপ্রয়োগ নামে পরিচিত পাঁচটি সঙ্গমস্থলই অলকানন্দার উপর অবস্থিত। ছবিতে আলকানন্দা আর ভাগীরথীর সঙ্গমস্থল দেখানো হয়েছে। ডান পাশের নদীটি আলকানন্দা আর বাম পাশের নদীটি ভাগীরথী। গঙ্গা বাংলাদেশে প্রবেশের কিছু পূর্বে তার প্রধান শাখা নদী ভাগীরথীর জন্ম দেয়। এরপর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকাসা