পোস্টগুলি

অক্টোবর, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Rajshahi Cadet College (RCC)

ছবি
রাজশাহী ক্যাডেট কলেজ ( Rajshahi Cadet College ) রাজশাহী জেলা সদর থেকে ২৫ কিমি দূরে সারদার মুক্তারপুরে  পদ্মা র পাড়ে  রাজশাহী ক্যাডেট কলেজ  অবস্থিত। ১১০ একর জায়গা নিয়ে ১৯৬৬ সালের ১১ ফেব্রুআরি যাত্রা শুরু করে উত্তরবঙ্গের এই স্বনামধন্য প্রতিষ্ঠানটি। কলেজের সামনে দিয়ে বয়ে চলেছে প্রমত্তা  পদ্মা ।  শুরুতে এর নাম ছিল  আইয়ুব ক্যাডেট কলেজ । ্উপমহাদেশের প্রথম  ফিল্ড মার্শাল আইয়ুব খান  পাকিস্তানের প্রেসিডেন্ট থাকার সময় ১৯৬৪ সালের ১১ নভেম্বর তিনি এটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ১৯৬৬ সালের ১ ফেব্রুআরি তিনি এটি উদ্বোধন করেন। এটি বাংলাদেশের চতুর্থ আর পাকিস্তান আমলের  শেষ ক্যাডেট কলেজ। কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন মোঃ সাইদ পিএএফ। তিনি ১৯৬৬ সালের ১ নভেম্বর তাঁর কর্মক্ষেত্রে যোগদান করেন। কলেজের প্রথম শিকক্ষক ছিলেন সালেহ উদ্দিন সিনহা। প্রথম বাঙালি অধ্যক্ষ ছিলেন মোঃ বাকিয়াতুল্লাহ। তিনি ১৯৭০ সালে কলেজে যোগদান করেন। প্রথম Adjutant ছিলেন ক্যাপ্টেন আব্দুর রশিদ। তিনিও ১৯৭০ সালে কলেজে যোগদান করেন।১৯৭১ সালের ৯ মার্চ সরকার কলেজ বন্ধ ঘোষণা করেন। তারপরেও ৭ জন ক্যাডেট যুদ্ধে যোগ দেওয়ার

Beautiful Charghat (Photos)- Part 1

ছবি
  প্রথম অংশ: সম্পাদনা ছাড়া ছবি দিয়েছেন মোতাকাব্বিরুল হক মিমুল। ছবিটি দিঘলকান্দি দিয়ে বয়ে যাওয়া নারদ নদীর পাশে প্রাচীন বট গাছ সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি দিয়েছেন সোহানুর রহমান কানন। পদ্মা নদী বড়াল নদী ছবি দিয়েছেন আরিফুল ইসলাম অভি স্থান: নন্দনগাছী রোড; সরদহ ইউনিয়ন স্থান: বড়াল নদ স্থান: নিতাই সাহার মোড়; সরদহ ইউনিয়ন স্থান:  নন্দনগাছী রোড; সরদহ ইউনিয়ন স্থান: পাতির বিল, নন্দনগাছী রোড; সরদহ ইউনিয়ন স্থান: পাতির বিল; সরদহ ইউনিয়ন স্থান: পাতির বিল; সরদহ ইউনিয়ন স্থান: নাম মাঠ, বালিয়াডাঙ্গা ; সরদহ ইউনিয়ন স্থান: চারঘাট স্লুইচ গেট স্থান: বড়ালের উৎস মুখ স্থান: পদ্মার চর; থানাপাড়া স্থান: পদ্মার চর; থানাপাড়া স্থান: পদ্মার চর; থানাপাড়া স্থান: পদ্মার চর; থানাপাড়া স্থান: নাম মাঠ, বালিয়াডাঙ্গা; সরদহ ইউনিয়ন স্থান: নন্দনগাছী; নিমপাড়া ইউনিয়ন স্থান: পদ্মার চর; থানাপাড়া হাইফতের দহ স্থান: জোত কার্তিক; নিমপাড়া ইউনিয়ন হাইফতের দহ স্থান: জোত কার্তিক; নিমপাড়া ইউনিয়ন স্থান: পদ্