পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

চারঘাটের বৈশাখী মেলা/কালু পীরের মেলা

ছবি
প্রতি বছর চারঘাটে বৈশাখ মাসে বড়াল পাড়ে কালু পীরের মেলার আসর বসে। স্থানীয়ভাবে এই মেলা কালু পীরের মেলা হিসেবে পরিচিত। শত শত বছর থেকে চলে আসছে এই আসর। আগে বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবার এই মেলার আসর বসত। কয়েক বছর হল প্রতি বৃহস্পতিবার আর শুক্রবার মেলা বসছে। সব বয়সি মানুষ এই মেলার অপেক্ষায় থাকে। কালু পীরের মেলা নিয়ে স্থানীয়দের কাছে বেশ কিছু কিংবদন্তি প্রচলিত আছে। কথিত আছে যে, কালু ও গাজী নামক দুই ভাইয়ের মধ্যে খুব মিল ছিল। কালু নামের এক সন্ন্যাসী তার আদ্ধাতিকতার জন্য বেশ প্রসিদ্ধ ছিলেন আর পীর উপাধি পেয়েছিলেন। তিনি গঙ্গা পার হয়ে চারঘাটের প্রাচীন চন্দন শহর, তিজ্জমপুর প্রভৃতি গ্রামে আসতেন। তিনি পাথরের ওপর দাড়িয়ে নদী পার হতেন বলে কথিত আছে। কালু পীরের আগমন উপলক্ষে তাঁর ভক্তরা ভীড় জমাত। অনেকে অনেক সদায় নিয়ে আসতেন। আস্তে আস্তে তাঁর আগমনকে কেন্দ্র করে মেলার আসর বসতে শুরু কের। ইতিহাসে সেটাই কালু পীরের মেলা হিসেবে পরিচিতি পায়। তবে ভিন্ন মতো আছে। অনেকেই মনে করেন যে এটা কালু পীরের মেলা নয়। কালু পীর কোন কালে এই স্থানে অবস্থান করেননি। বস্তুত কালু ছিলেন দক্ষিণ চব্বিশ পরগণার এক জমিদার সেকা