চারঘাট-বাঘার দুঃস্থদের মাঝে পদ্মা ছাত্র কল্যাণ পরিষদের ত্রাণ বিতরণ
পদ্মা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে আজ চারঘাট-বাঘার বিভিন্ন স্থানে ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়েছে। চারঘাট থানার সারদা বাজারে পদ্মা ছাত্র কল্যাণ পরিষদ ও চারঘাট সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যলয়ের যৌথ উদ্যোগে ৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মাঝে ছিল ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ১ টা লাউ ও ১ কেজি আলু। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ তৌকির আহমেদ শুভ, সাধারণ সম্পাদক মেহেদি হাসান ইমন, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওজায়ের আহমেদ সহ অন্যান্যরা। এছাড়াও চারঘাট সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
অন্যদিকে আজ সকাল থেকেই নির্বাহী সভাপতি আসাদুজ্জামান রাজুর নেতৃত্বে বাঘার চকরাজাপুর ইউনিয়নে ৩০০ পরিবারের মাঝে লিফলেট, মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। কার্যক্রমের উদ্বোধন করেন চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ আজিজুল আলম। সেখানে উপস্থিত ছিল যুগ্ন সাধারণ সম্পাদক সাদি মোঃ অমি, সাংগঠনিক সম্পাদক সাবরিনা মুসতারি চৈতি ও সাংগঠনিক সম্পাদক ফারহান আহমেদ রাফিদ।
এ ব্যাপারে পদ্মা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি তৌকির আহমেদ শুভ বলেন, করোনার কারণে নিম্ন আয়ের মানুষ বেশ বিপাকে পড়েছে। এই অবস্থায় আমারা প্রাথমিকভাবে তহবিল সংগ্রহ করে তাদের পাশে থাকার চেষ্টা করছি। যেহেতু চরাঞ্চলের মানুষ অসচেতন তাই, তাদের মাঝে সাবান, মাস্ক ও লিফলেট বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। খুব দ্রুত টাঙ্গনের চরেও একই ধরণের কার্যক্রম শুরু করা হবে। দুর্যোগ স্থায়ী হলে আসছে রোজার মাসে আরো বড় পরিসরে ত্রাণ কার্যক্রম চলবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন