বৃহত্তর চারঘাট ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি অভি, সম্পাদক আবির


বৃহত্তর চারঘাট ছাত্র কল্যাণ পরিষদের সভপতি নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম অভি আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গোলাম মর্তুজা আবির। গতকাল বিকাল ৫টায় আরম্ভ হওয়া সংগঠনের সাধারণ সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সংগঠনের নাম পরিবর্তন করে 'বৃহত্তর চারঘাট ছাত্র কল্যাণ পরিষদ' রাখা হয়। এতে বৃহত্তর চারঘাট থানার বাঘা ও কাটাখালীর কেউ ইচ্ছা করলে সদস্য হতে পারবে। এক বছর মেয়াদী কমিটির অন্যান্য সদস্যরা হলেনঃ 
সহ-সভাপতিঃ তপু রায়হান ও হাসিব হাসান
যুগ্ন সম্পাদকঃ মতিউর রহমান, আল হাসান মুন্না ও মেহেদী হাসান
সাংগঠনিক সম্পাদক: হাসনাত টনি, আফ্রিদি জুলফিকার অর্ণিব, শাহীনুর ইসলাম বিপ্লব ও সাবরিনা খাতুন স্বর্ণা।
অর্থ সম্পাদক: তৌকির আহমেদ শুভ
সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকঃ রনি ইসলাম
দপ্তর সম্পাদক: মনিরুল ইসলাম
প্রচার সম্পাদক: এ আর রকি আহমেদ 
ক্রিড়া সম্পাদক: আকাশ আলি এবং
 বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: সাদি মোহাম্মদ অমি 
নতুন কমিটির মেয়াদ হবে এক বছর। কমিটি পরে সকলের সাথে আলোচনা করে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করবে। 
অভি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। বাড়ি চারঘাটের থানাপাড়া গ্রামে। তিনি চারঘাট ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।
আবিরের বাড়ি সরদহের নতুন পাড়া গ্রামে। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি চারঘাট ছাত্র কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও পরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে পালন করেছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চারঘাটের নদ-নদী, ১ম পর্বঃ গঙ্গা/পদ্মা নদী (Ganges/Padma River)

বাংলাদেশ পুলিশ একাডেমী/একাডেমি, সারদা (Bangladesh Police Academy)

সরদহ সরকারী/সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় (Sardah Govt. Pilot High School)