ঢাবির হল কমিটিতে জায়গা পেল চারঘাটের ৬ শিক্ষার্থী

ঢাবির হল কমিটিতে স্থান পেয়েছে চারঘাটের ৬ জন শিক্ষার্থী। একটি সাধারণ সম্পাদক, একটি সাংগঠনিক সম্পাদক, একটি আইন সম্পাদক সহ মোট ৬ টি পদ পেয়েছে চারঘাটের শিক্ষার্থীরা।

শ্রাবণী শায়লাঃ

বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে চারঘাটের শ্রাবণী শায়লা। শায়লার বাড়ি থানাপাড়া গ্রামে। সে ইসলামী শিক্ষা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী।



সাব্বির হোসেনঃ
সলিমুল্লাহ হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে। সাব্বিরের বাড়ি শলুয়া ইউনিয়নের বামন দীঘি গ্রামে। সাব্বির ইসলামী শিক্ষা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী।



আল হাসান মুন্নাঃ

বিজয় একাত্তর হলের শিক্ষার্থী আল হাসান মুন্না বিজয় একাত্তার হলের আইনস সম্পাদক নির্বাচিত হয়েছে। মুন্নার বাড়ি মুক্তারপুর গ্রামে। মুন্না লাইব্রেরি এন্ড ম্যানেজমেন্ট বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী।



নয়ন কুমার দেবনাথঃ
নয়ন কুমার দেবনাথ জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সংস্কুতি বিষয়ক উপ-সম্পাদক নির্বাচিত হযেছে। নয়নের বাড়ি সরদহ ইউনিয়নের খোর্দ গোবিন্দ গ্রামে। সে সংস্কৃতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী।

মহিউদ্দিন আশরাফী রাজঃ
মহিউদ্দিন আশরাফী রাজ জহুরুল হল শাখা ছাত্রলীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে। রাজের বাড়ি সরদহ ইউনিয়নের সাদিপুর গ্রামে। সে আইন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী।


মতিউর রহমানঃ
মতিউর রহমান জহুরুল হল শাখা ছাত্রলীগের উপ-দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছে। মতির বাড়ি চারগাট ইউনিয়নের অনুপমপুর গ্রামে। সে ইতিহাস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী।


আরো দেখুনঃ
চারঘাটের কৃতি সন্তান ঢাবির নতুন সহকারী প্রক্টর আব্দুল রহিমকে সংবর্ধনা দিল চারঘাটের শিক্ষার্থীরা
চারঘাট ছাত্র কল্যাণ পরিষদের বিগত দিনের কর্মসূচী সমূহ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চারঘাটের নদ-নদী, ১ম পর্বঃ গঙ্গা/পদ্মা নদী (Ganges/Padma River)

বাংলাদেশ পুলিশ একাডেমী/একাডেমি, সারদা (Bangladesh Police Academy)

সরদহ সরকারী/সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় (Sardah Govt. Pilot High School)