চারঘাটের পালপাড়া
চারঘাটের পালপাড়ায় বসবাস করে আসছে পাল সম্প্রদায়ের লোক । সরদহ ইউনিয়নের অন্তর্গত খোর্দ গোবিন্দপুর গ্রামে প্রায় ৭ টি পার পরিবার বসবাস করছে। মাত্র তিনটি পরিবার পিতৃপুরুষের পেশা ‘মৃৎশিল্পের’ কাজ করছে । বাকিরা সব পেশা পরিবর্তন করে বিভিন্ন পেশায় নিয়োজিত আছে । এখানে প্রায় একশ হিন্দু পরিবারের লোক বসবাস করছে। মৃৎশিল্পের সাথে জড়িত প্রবীণ নন্দ কিমোর পাল জানান, একানে আগে প্রায পঁঞ্চাশ ঘর পাল সম্প্রদায়ের লোক ছিল। মাটির তৈজসপত্র বানানো ছিল তাদের প্রধান পেশা। তাদের অনেকে এখন বারত চলে গেছে। কেউবা আবার অন্যত্র বসতি স্থাপন করেছে। তিনি বাদে পাল পাড়ার ফিতেন পাল আর গৌরাঙ্গ চন্দ্র পাল এই কাজের সাথে জড়িত আছেন। তারা গেরোস্ত কাজে ব্যবহৃত বিভিন্ন তৈজসপত্রের পাশাপাশি চারঘাটের বিক্যাত‘কালু পীরের মেলা’র জন্য জিনিস তৈরি করেন। এখন অবশ্য তারা হাতে মাটির জিনিস তৈরি করছে। হাতে তৈরি টব, খয়েরের পাত্র, হাউজের পাট, হাড়ি, কলস, ঢুকসা ইত্যাদি স্থানীয় বাজারে সরবরাহ করা হচ্ছে।
Charghat Students' Welfare Association
ব্লগ লিখেছেনঃ মোঃ আরিফুল ইসলাম অভি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন