চারঘাটের মেয়ে শ্রাবণী শায়লা বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত



Charghat Students' Welfare Association
চারঘাটের মেয়ে শ্রাবনী শায়লা এখন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ছাত্র লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। গত ১৩ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় হল কমিটির সভাপতি আর সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। আর তখনি নজরে আসে শায়লার নাম। শায়লা চারঘাটের প্রথম কোন শিক্ষার্থী যে কিনা ঐতিহ্যবাহী ছাত্রলীগের হল কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। শায়লা চারঘাট তথা পুরো রাজশাহীর গর্ব।


শায়লার বাড়ি চারঘাটের থানাপাড়া নামক গ্রামে। ঐতিহ্যবাহী সরদহ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাশ করে শায়লা রাজশাহী কলেজে ভর্তি হয়। সেখান থেকে এইচ এস সি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটে চ্যান্স পেয়ে শায়লা ‘ইসলামী শিক্ষা’ বিষয়ে অনার্সে ভর্তি হয়। বর্তমানে সে ৫ম সেমিস্টারে অধ্যয়নরত।

 বাবা-মা আর এক ছোট্ট ভাই নিয়ে শায়লার ছোট পরিবার। পরিবারের সবাই রাজশাহীতে থাকে। ছোট বেলা থেকেই বহুধর প্রতিভার মালিক শায়লা। পড়াশুনার পাশাপাশি নাচ-গানেও বেশ আগ্রহ আছে শায়লার। যেকোন সৃজনশীল কাজে শায়লা সব সময় আগ্রহ দেখাত। চারঘাট ছাত্র কল্যাণ পরিষদের সব কার্যক্রমে তার সরব উপস্থিতি আমরা লক্ষ করেছি। শায়লা চারঘাট ছাত্র কল্যাণ পরিষদের দপ্তর সম্পদকের দায়িত্বে ছিল। আমরা তার সফলতা কামনা করছি।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চারঘাটের নদ-নদী, ১ম পর্বঃ গঙ্গা/পদ্মা নদী (Ganges/Padma River)

সরদহ সরকারী/সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় (Sardah Govt. Pilot High School)

বাংলাদেশ পুলিশ একাডেমী/একাডেমি, সারদা (Bangladesh Police Academy)