এক নজরে আমাদের চারঘাট


রাজশাহী জেলা সদর থেকে প্রায় ৩২ কিরোমিটার দূরে পদ্মা ও বড়ালের কোল ঘেষে চারঘাটের অবস্থান। চারঘাট উপজেলা ২৪.২৭ ডিগ্রী উত্তর অক্ষাংশ হতে ২৫.৪৩ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ৮৮.১৭ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশ হতে ৮৮.২৫ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। ১৯১৯ সালে থানার মর্যাদা পাওয়া চারঘাট ১৯৮৩ সালে উপজেলায় পরিণত হয়। মোট জনসংখ্যা ১৮৩৯২১ জন। পুরুষ ৯৪৯৮৬ জন আর নারী ৮৮৯৩০ জন। শিক্ষার হার ৬৪%। হলেজের সংখ্যা ১২। উচ্চ মাধ্যমিক স্কুল ১৪টি, নিম্ন মাধ্যমিক ১৪টি আর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪৪টি। কিন্ডার গার্ডেন ৫টি। মোট মাদরাসা ১১টি (দাখিল ৭, ফাযিল ২টি আলীম ১টি)। টেকনিকাল কলেজ ২টি এবং টেকনিকাল স্কুল আর কলেজ ৩টি। মোট মসজিদ ৩৪১টি, মন্দির ৩০টি আর গীর্জা ১টি। মোট ইউনিয়ন রয়েছে৬চি আর পৌরসভা ১টি। ছঢটি ইউনিযনের নাম হল ইউসুফপুর, শলুয়া, সরদহ, নিমপাড়া, চারঘাট ও ভায়ালক্ষীপুর ইউনিয়ন। পৌরসভার নাম চারগাট পৌরসভা। মোট মৌজা ৯৩টি আর গ্রাম ১১৪টি। এটি ৫৭ নং সংসদীয় আসনের অংশ (রাজশাহী ৬, চারঘাট-বাঘা)। বর্তমান সাংসদ জনাব মোঃ শাহরিয়ার আলম। প্রথম সাংসদ ছিলেন জনাব মোঃ জিল্লুর রহমান। ১৯৭০ সালের নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন মরহুম ডাঃ মোঃ আলাউদ্দিন (বাংলাদেশ আওয়ামী লীগ)। বর্তমান উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ আবু সাইদ চাঁদ। প্রথম চেয়ারম্যান ছিলেন মরহুম আব্দুর রশীদ। চারঘাট পৌরসভার বর্তমান মেয়র জনাব মোঃ জাকিরুল ইসলাম বিকুল। প্রথম চেয়ারম্যান ছিলেন জনাব মোঃ আনোযার হোসেন। প্রথম মহিরা চেয়ারম্যান মোছাঃ নার্গিস খাতুন।
 Charghat Students' Welfare Association

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চারঘাটের নদ-নদী, ১ম পর্বঃ গঙ্গা/পদ্মা নদী (Ganges/Padma River)

বাংলাদেশ পুলিশ একাডেমী/একাডেমি, সারদা (Bangladesh Police Academy)

সরদহ সরকারী/সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় (Sardah Govt. Pilot High School)