ইতিহাসের ভুলে যাওয়া শর্মা রাজার কাহিনি
হারিয়ে যাওয়া চন্দনা আর শর্মা রাজার কাহিনিঃ চন্দনা নদীর কথা বললেই প্রথমেই মনে আসবে রাজবাড়ির চন্দনা নদীর কথা। রাজবাড়ির এই নদীর জন্ম পদ্মা নদী থেকে। কিন্তু রাজশাহী জেলাতেও 'চন্দনা' নামের পদ্মার একটি শাখা নদী ছিল। প্রায় ১০০ বছর পূর্বে হারিয়ে যাওয়া গঙ্গার এই শাখা নদীর গতিপথ খুঁজতে ২০১৭ সালে গেছিলাম চারঘাটের এক নিভৃত বিলাঞ্চলে। 'চৌকিরপাড়' নামক এক স্থানে যেয়ে রীতিমত ভয় পেয়ে গেলাম। জনমানবশূন্য এক বিলাঞ্চল। নদীর খাত এখনো বর্তমান। নদীর খাতে বড় বড় দীঘি বানানো হয়েছে। ভূতুরে এলাকার আরো ভিতরে যেতেই সন্ধান পেলাম একটি প্রাচীন রাজবাড়ীর ধ্বংসাবশেষ। আব্দুল জলিল (৭৮) নামের এক প্রবীণ বৃদ্ধ জানালেন এটা শর্মা রাজার বাড়ি। পুরো নাম কারো জানা নাই। অনেক আগেই এই রাজবাড়ী মাটির নিচে দেবে গেছে। ওপরে এখন আম বাগন করা হয়েছে। রাজবাড়ীর পূর্ব দিকে একটি প্রাচীন পুকুর আছে। এটা হয়ত মল পুকুর হিসেবে ব্যবহৃত হত। রাজবাড়ীর মহিলারা একটা সুড়ঙ্গপথের মাধ্যমে পুকুরের ঘাটে এসে পৌঁছাতেন। নিজেদের কাজ সস্পূর্ণ করে আবার অন্দর মহলে চলে যেতেন। মহলের উত্তর দিকে আছে শিব মন্দিরের ধ্বংসাবশেষ। এটা রাজ পরিবারের মন্দির ছিল। রাজব