প্রাচীন চারঘাটের ঘাট সমূহ
নিরিবিলি ব্লগ লিখেছেন: মো: আরিফুল ইসলাম অভি Charghat Students' Welfare Association প্রায় ৫০০-৬০০ বছর পূর্বে পদ্মা আরো প্রায় ১০ কিমলোমিটার পশ্চিমে প্রবাহিত হত। রাজশাহীর পাশ দিয়ে বয়ে যেত মহানন্দা নদ। সারদার কাছে এসে পদ্মা আর মহানন্দার মিলন ঘটে। মিলিত ধারা পদ্মা নাম নিয়ে বড়ালের প্রবাহ পথে প্রবাহিত হতে থাকে। পদ্মা-মহানন্দার কাছে গড়ে উঠেছিল ছয়টি ঘাট। এর মধ্যে স্টীমার ঘাট, থানা ঘাট, ঠাকুর বাড়ির ঘাট ও বাবুলালের ঘাটের নামে চারঘাট নাম করণ করা হয়। স্টীমার ঘাটঃ চারঘাট বাজার থেকে প্রায ৩ কিলোমিটার দূরে চন্দন শহরে স্টীমার ঘাট ছিল। মূল চন্দন শহরের বেশির ভাগ অংশ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এই ঘাটে বড় বড় স্টীমারে করে পাট সহ অনান্য মালামাল আনা নেওয়া হত। মানুষও যাতায়াত করত এই পথ ধরে। জৈনক ব্রাহ্মণের নামে এই ঘাটের নাম করণ করা হয়। পূর্বে এই স্থান দিয়ে ‘চনন্দনা’ নামের পদ্মার একটি শাখা নদী বের হয়েছিল। পূর্বে চন্দন শহরে ব্রহ্মণ শ্রেনীর লোকের বাস ছিল। স্টীমার ঘাটের টিকেট মাস্টার ছিলেন জগন্নাথ নামক এক ব্রহ্মণ। সারদার হেমন্তর মোড়ে হেমন্ত বাবুর যে পরিত্যক্ত সম্পত্তি দেখা যায় সেগুলা সব জগন্নাথ ব