চারঘাটের নদ-নদী, ৪র্থ পর্বঃ বড়াল নদ/ বড়াল নদী (Baral River)
উৎস মুখে বড়াল চারঘাট উৎসঃ গঙ্গা (পদ্মা) নদী মোহনাঃ যমুনা নদী চারঘাটের সবচেয়ে জীবন ঘনিষ্ঠ নদীর নাম হল বড়াল। বড়াল নামটি এসছে ‘বড় হর’ কিংবা ‘বড় হাওর’ থেকে। পদ্মার বড় নদী বলেই সবাই বড়ালকে এই নামে ডাকত। অবশ্য কয়েকশত বছর পূর্বে পদ্মার মূল স্রোত বড়াল দিয়ে প্রবাহিত হত বলে প্রমাণ মিলেছে। ১৬৬০ সালের ভান ডেন ব্রুকের ম্যাপ থেকে দেখা যায় যে, সরদহের নিকট গঙ্গা ও মহানন্দা চূড়ান্তভাবে মিলিত হয়েছে। এরপর মিলিত ধারা দুই ভাগে বিভক্ত হয়ে একটি দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বাঘার দিকে অগ্রসরমান এই নদীকে পদ্মা বলা হত। আর আরেকটি ধারা পূর্ব দিকে অগ্রসর হতে থাকে। বিশাল এই জলধারা তখনকার দিনে ‘গঙ্গা’ নামে চলন বিলের মধ্য দিয়ে ‘ধলেশ্বরী’ ও ‘বুড়িগঙ্গা’ খাত দিয়ে ঢাকার দিকে অগ্রসর হতে থাকে। পরে এটি চট্টগ্রামের কাছে গিয়ে ‘ব্রহ্মপুত্রের’ সাথে মিশে বঙ্গপোসাগরে পতিত হত। বর্তমান নরসিংদী জেলায় অবস্থিত ব্রহ্মপুত্র ও মেঘনার মিলিত ধারার সাথে মূলত বড়াল মিলিত হত। এটিই আমাদের আলোচ্য ‘বড়াল’ নদ। পরে গঙ্গার দিক পরিবর্নের ফলে এই ধারাটি ক্রমশ ছোট হতে থাকে এবং তখন থেকেই চলন বিলের সৃষ্টি হতে থাকে। বড়ালের মৃত খাত গুলি