পোস্টগুলি

এপ্রিল, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

চারঘাট-বাঘার হারিয়ে যাওয়া নদ-নদীঃ গঙ্গামতি, ঝিনি, ত্রিমহনী ও কাটা বড়াল

ছবি
বাংলাদেশ একটি নদী মাতৃক দেশ। দেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট-বড় অসংখ্য নদী। অন্যান্য অঞ্চলের ন্যায় বৃহত্তর চারঘাটের চারঘাট-বাঘা-কাটাখালি থানার বুক চিরে এক সময় বয়ে যেত অনেক গুলি নদ-নদী। কালের বিবর্তনে এসব নদীর অনেক গুলি মরে, আবার যেগুলা আছে সেগুলাও নাব্যতা হারিয়েছে। চন্দনা, খালিসিডিঙ্গি, মহানন্দা, গঙ্গামতি, নারদ, ঝিনি, ইছামতি, ছোট বড়াল, মুসা খান, ত্রিমহনী প্রভৃতি নদীর অস্তিত্ব লোপ পেয়েছে। হারিয়ে যাওয়া এমন কিছু নদীর তথ্য থাকছে আজকের ব্লগে। গঙ্গামতিঃ উৎসঃ বড়াল নদ মোহনাঃ চন্দনা নদী (রাজশাহী) ক্ষমতার মোড়ে গঙ্গমতির মৃত খাত ডাকরা বাজারের কাছে গঙ্গামতির মৃত খাত। বর্তমানে এটি একটি দহের আকার ধারণ করেছে। গঙ্গামতি নদীটি ভায়া লক্ষীপুর ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ এলাকায় বড়াল থেকে উৎপত্তি লাভ করে। এর সামান্য পূর্বে পুঁটিমারী বাজার। অনেকেই পঁটিমারী বাজারের নিকট একটি অখ্যাত খালকে গঙ্গামতির উৎস মনে করে থাকেন। আসলে এটি একটি প্রাকৃতিক খাল যা নাকি কয়েক বছর পূর্বে পানির স্রোতে সৃষ্টি হয়। নদীর উৎস মুখের কাছে একটি কালভার্ট আছে; পাশেই জাংলি বাজার। নদীর উৎপত্তি নিয়ে স্থানীয়দের কাছে কিছু মনোমুগ্ধ